ইউনাইটেডে অগ্নিনির্বাপণ ব্যবস্থা অপ্রতুল ছিল: মেয়র আতিক

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে পুড়ে যাওয়া করোনাভাইরাসের রোগীদের আইসোলেশন ইউনিট পরিদর্শনের পর ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, হাসপাতালের ওই অংশে অগ্নিনির্বাপণ ব্যবস্থা পর্যাপ্ত ছিল না।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2020, 09:06 AM
Updated : 28 May 2020, 09:06 AM

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ইউনাইটেড হাসপাতালে যান আতিকুল ইসলাম।

গুলশানের ওই বেসরকারি হাসপাতালটির নিচের প্রাঙ্গণে করোনাভাইরাসের রোগীদের জন্য স্থাপিত আইসোলেশন ইউনিটে বুধবার রাত পৌনে ১০টার দিকে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও পাঁচ রোগীর মৃত্যু ঘটে।

অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ফায়ার সার্ভিস একটি কমিটি গঠন করেছে।

মেয়র আতিক ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে হাসপাতাল ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

পরে সাংবাদিকদের তিনি বলেন, হাসপাতালের সম্প্রসারিত অংশে অগ্নিনির্বাপণ ব্যবস্থা অপ্রতুল ছিল।

“ফায়ার ফাইটার, ফায়ার ড্রিল এবং ফায়ার টিম ছিল না। ১১টি অগ্নিনির্বাপণ যন্ত্রের মধ্যে মাত্র ৩টির মেয়াদ ছিল। অন্য ৮টি অগ্নিনির্বাপন যন্ত্রের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। হাইড্রেন্ট কে চালাবে, কে কাজ করবে, কার দায়িত্ব এগুলো সুনির্দিষ্ট করা ছিল না।”

মেয়র বলেন, হাসপাতালে মানুষ ভর্তি হয় আরোগ্য পেতে, কিন্তু এখানে অগ্নিদুর্ঘটনায় মারা গেলেন তারা।

“এটা অত্যন্ত বেদনাদায়ক। সব হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ করব আপনারা ফায়ার সেফটির উপর গুরুত্ব দিন।”

ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন, ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন বাবুল মেয়রের সঙ্গে ছিলেন।