স্বরাষ্ট্রের জনসংযোগ কর্মকর্তা ডেঙ্গুর সঙ্গে করোনাভাইরাসে আক্রান্ত

ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু, এখন তার করোনাভাইরাস সংক্রমণও ধরা পড়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 May 2020, 04:22 PM
Updated : 21 May 2020, 04:32 PM

চার দিন আগে তার জ্বর আসে এবং এরপর পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হয়।

বৃহস্পতিবার নমুনা পরীক্ষায় করোনাভাইরাস ‘পজিটিভ’ আসে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান অপু।

তিনি বলেন, “একসঙ্গে ডেঙ্গু ও করোনার সঙ্গে লড়তে হবে। আল্লাহই জানেন এবার ফলাফল কী হবে?”

তবে অপু জানান, শারীরিকভাবে এখনও সবল রয়েছেন তিনি।  তিনি বাসায়ই রয়েছেন।

ডিএমপির রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার আব্দুল্লাহিল কাফি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটককে বলেন, অপু ধানমণ্ডির বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন।

অপু জানান, জ্বরাক্রান্ত হওয়ার আগে তিনি প্রতিদিনই অফিস করছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘করোনা সেলে’ও দায়িত্ব পালন করেছেন।

“তাছাড়া নিজের গ্রামের বাড়ি কুমিল্লার বুড়িচংয়ে ত্রাণ ও ঈদ উপহার প্রদান করলাম। এসব ব্যস্ততার মধ্যে আমাকে শেষ পর্যন্ত করোনা ধরেই ফেলল।”