ডিএসসিসির হটলাইন: সহায়তা পেল দেড় হাজার মানুষ

ডিএসসিসির হটলাইনে যোগাযোগ করে এখন পর্যন্ত দেড় হাজারের বেশি মানুষ মানবিক সহায়তা পেয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 April 2020, 05:36 PM
Updated : 9 April 2020, 03:35 AM

নভেল করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের জন্য সহায়তা কর্মসূচি চালু করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

তবে লোকলজ্জার ভয়ে লাইনে দাঁড়িয়ে খাদ্যসামগ্রী গ্রহণে বিব্রতবোধ করেন- এমন অনেকে এ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলেন। এ ধরনের কর্মহীন মানুষের বাসায় খাদ্যসামগ্রী পৌঁছে দিতে হটলাইন চালু করে ডিএসসিসি।

ডিএসসিসি জানিয়েছে, চালুর পর এ পর্যন্ত হটলাইন নম্বরে ১০ হাজার ১৭৪ জন ফোন করে এ বিষয়ে খোঁজখবর নিয়েছেন।

এরমধ্যে দুই হাজার ৫৭৩ জনের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বাসায় পৌঁছে দেওয়ার জন্য নিবন্ধন করেছেন। রেজিস্ট্রেশনভুক্ত এক হাজার ৫৮৭ জনের বাসায় ইতোমধ্যে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।

বাকী ৯৮৬ জনের বাসায় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে ডিএসসিসি।

২ এপ্রিল থেকে শুরু হওয়া এ কর্মসূচীর আওতায় সহায়তা হিসেবে দশ কেজি চাল, পাঁচ কেজি আলু, দুই কেজি লবণ, দুই লিটার ভোজ্য তেল, দুই কেজি ডাল এবং সাবান দেওয়া হবে।

সীমিত পরিসরে চলমান এ কার্যক্রমের আওতায় হটলাইন ০১৭০৯৯০০৭০৩ এবং ০১৭০৯৯০০৭০৪ নম্বরে ফোন করতে আগ্রহীদের প্রতি অনুরোধ জানিয়েছে ডিএসসিসি।