রাষ্ট্রপতির কাছে নতুন সৌদি দূতের পরিচয়পত্র পেশ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র দিতে গিয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলান জানিয়েছেন,  বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন এবং রোহিঙ্গা সমস্যা সমাধানে তার দেশ সহযোগিতা অব্যাহত রাখবে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 March 2020, 05:10 PM
Updated : 23 March 2020, 05:10 PM

সোমবার বিকেলে নতুন সৌদি দূত বঙ্গভবনে যান বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।

রাষ্ট্রপতির প্রেস সচিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাক্ষাতের সময় সৌদি আরবের রাষ্ট্রদূত বলেন, তার সরকার বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে।

“এছাড়া মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তচ্যুত রোহিঙ্গা নাগরিকদের সমস্যা সমাধানে সামনের দিনগুলোতে সহযোগিতা অব্যাহত রাখবে।”

নতুন দূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, দুই দেশের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক রাষ্ট্রদূতের কর্মকালে আরও সম্প্রসারিত হবে।

দুই দেশের বিদ্যমান বানিজ্য-বিনিয়োগ সম্পর্কে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপতি নতুন দূতকে এই সম্পর্ক আরও সম্প্রসারণে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। 

পাশাপাশি তিনি বলেন, সৌদি আরবে বাংলাদেশের একটি বড় সংখ্যার জনশক্তি কাজ করছে, যারা উভয় দেশের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখছে।

নতুন দূত এসময় তার কর্মকালে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা চান বলেও জানান প্রেস সচিব।

এর আগে সৌদি দূত বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি দল তাকে গার্ড অব অনার দেয়।