রাষ্ট্রপতির কাছে পাকিস্তানি দূতের পরিচয়পত্র পেশ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশে পাকিস্তানের নতুন হাই কমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Feb 2020, 02:02 PM
Updated : 19 Feb 2020, 02:02 PM

বুধবার বিকেলে ইমরান আহমেদ বঙ্গভবনে যান বলে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান।

তিনি সাংবাদিকদের বলেন, “নতুন পাকিস্তানি দূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেওয়া ‘সকলের সঙ্গে বন্ধুত্ব কারও সঙ্গে বৈরিতা নয়’ এই পররাষ্ট্র নীতি বাংলাদেশ মেনে চলে।”

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ তার প্রতিবেশীদের সঙ্গে সবক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে কাজ করছে। বাংলাদেশ আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্র প্রসারিত করতে কাজ করছে।

সাক্ষাতের সময় রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ চলতি বছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ এবং আগামী বছর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করবে। দেশে এবং বিদেশের বিভিন্ন দূতাবাসে এই উৎসব পালন করা হবে।

প্রেস সচিব জানান, নতুন হাই কমিশনার তার কর্মকালে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা চান।

এর আগে নতুন পাকিস্তানি দূত বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি দল তাকে গার্ড অব অনার দেয়।