ধানমণ্ডির জোড়া খুন: তিন আসামি ফের রিমান্ডে

রাজধানীর ধানমণ্ডিতে জোড়া খুনের মামলার তিন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ফের এক দিন করে রিমান্ডে পাঠিয়েছে আদালত।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Nov 2019, 03:32 PM
Updated : 11 Nov 2019, 03:32 PM

পুলিশের করা রিমান্ড আবেদনের শুনানি করে সোমবার ঢাকার মহানগর হাকিম আবু সাঈদ সোমবার এই আদেশ দেন।

পাঁচ দিনের রিমান্ড শেষে এ মামলার চার আসামি মো. নুরুজ্জামান, গাওসুল আযম প্রিন্স, মো. আতিকুল হক বাচ্চু ও বেলায়েত হোসেনকে এদিন আদালতে হাজির করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মো. রবিউল আলম আসামিদের মধ্যে নুরুজ্জামানকে কারাগারে পাঠানোর আবেদন করেন। আর প্রিন্স, বাচ্চু আর বেলায়েতকে আরও সাত দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চান।

শুনানি শেষে বিচারক তিন আসামিকে এক দিন করে রিমান্ডে নেওয়ার অনুমতি দেন।

নিহত আফরোজা বেগম

গত ১ নভেম্বর ধানমণ্ডির ২৮ নম্বর সড়কের ২১ নম্বর বাসার একটি ফ্ল্যাটে গার্মেন্ট ব্যবসায়ী কাজী মনির উদ্দিন তারিমের শাশুড়ি আফরোজা বেগম (৬৫) ও গৃহকর্মী দিতি (১৮) খুন হন।

ওই ঘটনায় আফরোজার মেয়ে দিলরুবা সুলতানা রুবা ৩ নভেম্বর ধানমন্ডি থানায় এ মামলা দায়ের করেন।

সেখানে ওই বাসায় কাজ করতে যাওয়া নতুন গৃহকর্মী সুরভী আক্তার নাহিদাকে প্রধান আসামি করা হয়। পাশাপাশি ওই বাড়ির কর্মচারী বাচ্চু, ভবানের নিরাপত্তা কর্মী নুরুজ্জামান, কেয়ার টেকার বেলায়েত এবং বৈদ্যুতিক মিস্ত্রি প্রিন্সের নাম রাখা হয় আসামির তালিকায়। 

হত্যাকাণ্ডের দুই দিন পর ঢাকার আগারগাঁও বস্তি থেকে সুরভী আক্তার নাহিদাকে গ্রেপ্তার করা হয়। গত ৭ নভেম্বর তিনি আদালতে ‘দোষ স্বীকার করে’ জবানবন্দি দেন।