খোকার সম্মানে ঢাকার নগর কর্তৃপক্ষে ছুটি

ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার মৃত্যুতে বৃহস্পতিবার পূর্ণ দিবস ছুটি ঘোষণা করেছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Nov 2019, 10:20 AM
Updated : 7 Nov 2019, 01:40 PM

অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সর্বশেষ মেয়র বিএনপি নেতা খোকা ক্যান্সারে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার মারা যান।

২০০২ থেকে ২০১১ সাল পর্যন্ত ঢাকা সিটির মেয়র ছিলেন খোকা; এরপর ঢাকা সিটি করপোরেশনকে উত্তর ও দক্ষিণে দুই ভাগ করা হয়।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন জানায়, “অবিভক্ত সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার মৃত্যুতে তার প্রতি সম্মান জানাতে করপোরেশনের প্রচলিত নিয়ম অনুযায়ী অফিস ছুটি ঘোষণা করা হয়।”

একই খবর জানিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনেরও সংবাদ বিজ্ঞপ্তি আসে।

তাতে বলা হয়, “মেয়র সাদেক হোসেন খোকার মৃত্যুতে তার সম্মানে করপোরেশনের প্রথা অনুযায়ী ৭ নভেম্বর ঢাকা উত্তর সিটি করপোরেশনে অফিস পূর্ণ দিবস ছুটি ঘোষণা করা হয়েছে।”

ফলে বৃহস্পতিবার ডিএনসিসি ও ডিএসসিসির প্রধান কার্যালয় নগর ভবনসহ আঞ্চলিক কার্যালয়গুলো বন্ধ থাকবে।

খোকার লাশ যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় আনার পর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার বিকাল ৩টার সময় নগর ভবন প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হবে।

মেয়র হিসেবে খোকা যে কার্যালয়ে বসতেন, সেই নগর ভবন এখন দক্ষিণ সিটি করপোরেশনের কার্যালয়।

খোকার আগে ঢাকা সিটি করপোরেশনের মেয়র ছিলেন মোহাম্মদ হানিফ। হানিফের ছেলে সাঈদ খোকন এখন ঢাকা দক্ষিণের মেয়র।

পুরান ঢাকার রাজনৈতিক অঙ্গনে দুই প্রধান দলের দুই প্রভাবশালী নেতা ছিলেন হানিফ ও খোকা। হানিফ ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি; খোকা ছিলেন মহানগর বিএনপির সভাপতি।