বুড়িগঙ্গার তীরে সাত তলা ভবন গুঁড়িয়ে দিল বিআইডব্লিউটিএ

বুড়িগঙ্গা নদীর দুই তীর দখলমুক্ত করার অংশ হিসেবে সাত তলা ভবনসহ ৪৪টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপ‌রিবহন কর্তৃপ‌ক্ষ-বিআইডব্লিউটিএ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 July 2019, 04:11 PM
Updated : 16 July 2019, 04:11 PM

মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চলে বলে বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক এ কে এম আরিফ উদ্দিন জানিয়েছেন।

তিনি বলেন, “বুড়িগঙ্গা প্রথম সেতুর (পোস্তগোলা ব্রিজ) নীচ থেকে দোলেশ্বর খেয়াঘাট পর্যন্ত বুড়িগঙ্গা নদীর দক্ষিণপ্রান্ত পর্যন্ত উচ্ছেদ অভিযান চালানো হয়।”

অভিযানে একটি সাত তলা ভবন, পাঁচটি একতলা ভবন, ১৭টি আধাপাকা এবং ২১টি টিনের ঘর উচ্ছেদ করা হয় বলে আরিফ উদ্দিন জানিয়েছেন।

এ সময় তিন একর জমি অবমুক্ত এবং ২ লাখ ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার সকাল থেকে কদমতলী-দলেশ্বর খেয়াঘাটের দলেশ্বর প্রান্ত হতে বুড়িগঙ্গা নদীর দক্ষিণপ্রান্তে উচ্ছেদ অভিযান চলবে।

আরো খবর