নেত্রকোণার সাংসদ বেলালের বিরুদ্ধে মামলার নির্দেশ ইসির

স্থানীয় সরকার নির্বাচনে আচরণবিধি লংঘনের অভিযোগের প্রমাণ পাওয়ায় নেত্রকোণা-৫ আসনের আওয়ামী লীগের সাংসদ ওয়ারেসাত হোসেন বেলালের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 June 2019, 03:40 PM
Updated : 12 June 2019, 03:40 PM

বুধবার উপজেলা ভোটের রিটার্নিং অফিসারকে এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশনা পাঠানো হয়েছে।

জানতে চাইলে সদ্য যোগ দেওয়া ইসি সচিব মো. আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। সামনে ভোটও রয়েছে। আমি আসার আগেই কমিশনের সিদ্ধান্ত হয়েছে শুনেছি। এখন পুরো প্রক্রিয়া শেষে কমিশনের নির্দেশনা মতো ইসি সচিবালয় থেকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।”

গত ১০ মার্চ নেত্রকোণার পূর্বধলা উপজেলায় প্রথম ধাপের উপজেলা নির্বাচনের ভোট হওয়ার কথা ছিল। এ সাংসদকে আচরণবিধি লংঘনের কারণে ভোটের সময় ‘এলাকা ছাড়া’র নোটিশ দিয়েছিল নির্বাচন কমিশন। শেষ মুহূর্তে সেখানে ভোটও বন্ধ করে দেওয়া হয়।

আগামী ১৮ জুন স্থগিত এ উপজেলায় ভোট হওয়ার কথা রয়েছে।

প্রভাব খাটানোর অভিযোগে ভোট স্থগিত করার পর ইসির একজন যুগ্ম সচিবের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়। সেই তদন্ত প্রতিবেদন পেয়েই মামলার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

নেত্রকোণা জেলা নির্বাচন অফিসার আব্দুল্লাহ আল মোহতাসিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি এখনও ইসির নির্দেশনা সংক্রান্ত চিঠি হাতে পাইনি। চিঠি পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

চার ধাপের উপজেলা নির্বাচনে এবার দুই ডজন এমপিকে এলাকা ছাড়তে নির্দেশ দেয় কমিশন। এই প্রথম একজনের বিষয়ে তদন্তের পর মামলার উদ্যোগ নেওয়া হয়।

পাঁচ বছর আগেও এমন আচরণবিধি লঙ্ঘনে বরগুনা-২ আসনের সাংসদের বিরুদ্ধে নির্দেশ দিয়েছিল তৎকালীন কমিশন। তবে তা নিয়ে কমিশনের কাছে দুঃখ প্রকাশ করেই পার পান তিনি।