মোহাম্মদপুরে মাদকবিরোধী অভিযান, আটক শতাধিক

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ শতাধিক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 March 2019, 06:48 AM
Updated : 22 March 2019, 08:12 PM

শুক্রবার ভোর থেকে এই অভিযানে প্রায় ১৫ হাজার ইয়াবা, ১৪ কেজি গাঁজা এবং ৬০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে বলে র্যার-২ এর অধিনায়ক আশিক বিল্লাহ জানিয়েছেন।

বেলা ১১টায় অভিযান শেষে র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান সাংবাদিকদের বলেন, গ্রেপ্তারদের মধ্যে ১২ জন নারী।

“আটকদের মধ্যে অন্তত আটজন মাদকের ডিলার। তবে এই ক্যম্পে নিয়মিত অভিযানের কারণে অবস্থার অনেকটা উন্নতি হয়েছে। স্থানীয় লোকজনও অভিযানে সহযোগিতা করছে।”

পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮

এদিকে ঢাকা মহানগর পুলিশ বৃহস্পতিবার সকাল থেকে ২৪ ঘণ্টা রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য সেবন ও বিক্রির অভিযোগে ৪৮ জনকে গ্রেপ্তার করেছে।

পুলিশের উপ-কমিশনার মো. মাসুদুর রহমান জানান, আটকদের কাছ থেকে ২০৪৫টি ইয়াবা, ১০৮০ পুরিয়া হেরোইন, কিছু গাঁজা, দেশি মদ ও নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়েছে।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৫টি মামলা করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।