গণমাধ্যমের নৈতিকতা নিয়ে আর্টিকেল নাইনটিনের কর্মশালা

বাংলাদেশে গণমাধ্যমের নৈতিকতা নিয়ে এক কর্মশালা হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 March 2019, 03:33 PM
Updated : 20 March 2019, 03:33 PM

বুধবার রাজধানীর ব্র্যাক সেন্টারে আন্তর্জাতিক মানবাধিকার প্রতিষ্ঠান আর্টিকেল নাইনটিন ‘টিউটোরিয়াল কনটেন্ট ডেভেলপমেন্ট অন মিডিয়া এথিকস ইন বাংলাদেশ’ শীর্ষক এই কর্মশালার আয়োজন করে।

এতে সহযোগিতা করেছে ডয়চে ভেলে একাডেমি।

আর্টিকেল নাইনটিন বিশ্বব্যাপী বাক্স্বাধীনতা নিয়ে কাজ করে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্মশালায় আর্টিকেল নাইনটিন এর জ্যেষ্ঠ পরামর্শক রুবায়েত মল্লিকা রহমান মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ  নজরুল এবং সাংবাদিক মাহফুজ উল্লাহ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে মিডিয়া ব্যক্তিত্ব, সাংবাদিক, আইনজীবি, জিজিটাল সিকিউরিটি বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

আলোচনায় বক্তারা  বলেন, অনেক সময় মিডিয়া হাউজের মালিকদের আরোপিত বিধিনিষেধের কারণে তাদের সাংবাদিকতার নীতির সাথে আপোষ করতে হয়।

এক্ষেত্রে রাজনৈতিক বিধিনিষেধ, ভয়ভীতি থেকে সাংবাদিকরা নিজেদের গুটিয়ে নেওয়া, পক্ষপাতিত্ব, ব্যক্তিগত পছন্দ-অপছন্দ, এজেন্ডা ভিত্তিক সাংবাদিকতার প্রবনতা, বিজ্ঞাপনেরচাপসহ আরো নানান বিষয় নিয়ামক হিসেবে কাজ করে বলে তারা তাদের অভিমত ব্যক্ত করেন।