কারওয়ান বাজারে রেলের বস্তিতে অগ্নিকাণ্ড

রাজধানীর কারওয়ান বাজারে সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযানের মধ্যেই রেললাইনের পাশে একটি বস্তিতে অগ্নিকাণ্ড ঘটেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 March 2019, 07:04 AM
Updated : 3 March 2019, 07:57 AM

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের কর্তব্যরত অপারেটর কামরুল হাসান জানান, রোববার বেলা ১২টা ১০ মিনিটে দীপ্ত টিভির পাশে ওই বস্তিতে আগুন লাগার খবর পান তারা। আধা ঘণ্টার চেষ্টায় অগ্নি নির্বাপক বাহিনীর কর্মীরা তা নিয়ন্ত্রণে আনেন।

তেজগাঁ ফায়ার স্টেশনের ফায়ারম্যান আজাহার উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের চারটি ইউনিট সেখানে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে।

“সকাল থেকেই রেললাইনের পাশে বস্তিতে উচ্ছেদ অভিযান চলছিল। এর মধ্যে বস্তির আবর্জনার স্তূপে হঠাৎ আগুন লাগে এবং পরে তা ছড়িয়ে পড়ে।“

প্রথমে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করলেও পরে পরিস্থিতি বিবেচনায় আরও দুটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয় বলে আজাহার উদ্দিন জানান।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।