তদন্তের তথ্য ফাঁসের অভিযোগে দুদক পরিচালক বরখাস্ত

আসামিদের সঙ্গে গোপন যোগাযোগ এবং তদন্তের তথ্য ফাঁস করার অভিযোগে সদ্য পদোন্নতি পাওয়া দুর্নীতি দমন কমিশনের পরিচালক এ কে এম ফজলুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Jan 2019, 11:08 AM
Updated : 22 Jan 2019, 11:08 AM

ফজলুল হক সংস্থাটির প্রধান কার্যালয়ে অনুসন্ধান ও তদন্ত-২ বিভাগে কর্মরত ছিলেন।

মঙ্গলবার তাকে সাময়িক বরখাস্ত করা হয় বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।

ফজলুল হকের বরখাস্তের বিষয়ে জানতে চাইলে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, “খারাপ কাজ করলে বহিষ্কার হবে। সে তো সদ্য পদোন্নতি পেয়েছে, এরপরও তো কোনো মাফ নেই। যারাই আমাদের নজরে আসবে, তাদেরকে বহিষ্কার করা হবে।”

দুদকের দুর্নীতিবাজ কর্মকর্তাদের তালিকা করা হয়েছে কিনা- এমন প্রশ্নে তিনি বলেন, “কোন লিস্ট করছি না। যাদের চলমান কাজের মধ্যে গাফিলতি পাওয়া যাবে, তাদেরকে বহিষ্কার করা হবে।”