এবি ব্যাংকের এমডিসহ ৬ কর্মকর্তা দুদকে

জালিয়াতি ও ভুয়া কাগজপত্রের মাধ্যমে জামানত দেখিয়ে ঋণ দেওয়ার অভিযোগে এবি ব্যাংকের সদ্য সাবেক ব্যবস্থাপনা সম্পাদকসহ ছয় কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2018, 09:53 AM
Updated : 23 Oct 2018, 09:53 AM

মঙ্গলবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মোহাম্মদ সিরাজুল হকের মুখোমুখি হন তারা।

দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৮ অক্টোবর ওই ছয় জনসহ আটজনকে মঙ্গলবার হাজির হতে নোটিস দিয়েছিল দুদক।

যাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারা হলেন-এবি ব্যাংক লিমিটেডে সদ্যসাবেক এমডি মশিউর রহমান চৌধুরী, ডিএমডি বদরুল হক খান, প্রধান ফাইনান্স কর্মকর্তা মহাদেব সরকার সুমন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সালমা আক্তার ও ওয়াসিকা আফরোজী এবং ভিপি মঞ্জুর মফিজ।

তাদের বিরুদ্ধে ব্যাংকটির গ্রাহক বিটস ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. তসলিম আহমেদসহ ২৩টি প্রতিষ্ঠানের মালিকদের বিরুদ্ধে জাল জালিয়াতি ও ভুয়া কাগজপত্রের মাধ্যমে জামানত না দিয়েই ব্যাংক হতে ঋণ নিয়ে বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে।

গত মার্চ থেকে এ অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুদক।