আচরণবিধি পরিবর্তনের ইঙ্গিত সিইসির

একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আচরণবিধি পরিবর্তনের ইঙ্গিত দিলেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Oct 2018, 05:36 PM
Updated : 16 Oct 2018, 06:00 PM

মঙ্গলবার মাঠ কর্মকর্তাদের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই ইঙ্গিত দেন তিনি।

সিইসি বলেন, “তফসিল ঘোষণার পর জানতে পারব সরকারের অবস্থান কী থাকবে, এমপিদের অবস্থান কী থাকবে।… আমরা দেখি [সরকার] এমপিদের কীভাবে রাখে।

“হ্যাঁ, আচরণবিধির কিছু কিছু পরিবর্তনের উদ্যোগ নেব।”

আগামী কমিশন বৈঠকে এ নিয়ে আলোচনা হবে বলে জানান সিইসি।

নূরুল হুদা বলেন, “আজকের (মঙ্গলবার) মাঠ কর্মকর্তাদের বৈঠকে এমপিদের প্রচার নিয়ে কোনো আলোচনা হয়নি।”

ইসি আইন সংস্কার কমিটির আহ্বায়ক নির্বাচন কমিশনার কবিতা খানম এ বিষয়ে প্রতিবেদন তৈরি করেছেন জানিয়ে তিনি বলেন, “তিন-চারদিন পর কমিশন বৈঠক হবে। সেদিন আলোচনা হবে।”

সংসদ বহাল থাকায় সবার জন্য সমান সুযোগ তৈরিতে সাংসদদের নিয়ন্ত্রণারোপ করা  হবে কি না, এমন প্রশ্ন এড়িয়ে যান সিইসি।

গত ৭ এপ্রিল প্রধান নির্বাচন কমিশনার নূরুল হুদা এক অনুষ্ঠানে বলেছিলেন, বিদ্যমান পরিস্থিতিতে নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরির বিষয়ে সীমাবদ্ধতা রয়েছে।

২০১৩ সালে নির্বাচনকালীন সময়ে সবার জন্য সমান সুযোগ তৈরি করতে মন্ত্রী-সাংসদদের সরকারি সুযোগ-সুবিধা নিয়ন্ত্রণ করে আচরণবিধি করে নির্বাচন কমিশন।

তফসিল ঘোষণার দিন থেকে নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ পর্যন্ত সময়কে ‘নির্বাচন-পূর্ব সময়’ বলে সংজ্ঞায়িত করা হয়।

দশম সংসদ নির্বাচনের মতো এবারও সংসদ বহাল থাকা অবস্থায় একাদশ সংসদ নির্বাচন হবে। ৩০ অক্টোবর থেকে ২৮ জানুয়ারির মধ্যে এ নির্বাচন করতে হবে।