বৃষ্টি ঝরতে পারে বৃহস্পতিবারও

মৌসুমী বায়ু সক্রিয় থাকায় আরও একদিন তিন বিভাগের ভারিবর্ষণ অব্যাহত থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Sept 2018, 06:07 PM
Updated : 12 Sept 2018, 06:07 PM

মঙ্গল ও বুধবার ঢাকাসহ বিভিন্ন এলাকায় ভারিবর্ষণ হয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে বৃহস্পতিবার বিকাল ৪টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।”

বুধবার দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে রাঙ্গামাটিতে ১২৭ মিলিমিটার। এসময় রাজধানীতে ১৫ মিলিমিটার, সিলেটে ৩৯ মিলিমিটার, রংপুরের রাজাহাটে ৮৫ মিলিমিটার ও ময়মনসিংহের নেত্রকোনায় ১৩ মিলিমিটার বৃষ্টি হয়।

মৌসুমী বায়ু বাংলাদেশের উত্তরাঞ্চলের উপর সক্রিয় ও অন্যত্র মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে।

বৃহস্পতিবারের পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; রাজশাহী, ঢাকা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি  ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।