বাজপেয়ীর মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুতে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী গভীর শোক প্রকাশ করেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 August 2018, 03:04 PM
Updated : 16 August 2018, 03:45 PM

এক শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুতে আঞ্চলিক রাজনীতিতে এক শূন্যতার সৃষ্টি হলো। এ অঞ্চলের উন্নয়নে তার অবদান জনগণ শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

রাষ্ট্রপতি এসময় তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

পৃথক শোকবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও শোকপ্রকাশ করে তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

বাজপেয়ীকে বাংলাদেশের ‘অকৃত্রিম বন্ধু’ অভিহিত করে তার মৃত্যুতে শোক জানিয়েছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

এক শোক বার্তায় তিনি বলেছেন, তার মৃত্যুতে উপমহাদেশ একজন দেশপ্রেমিক নেতা হারাল। ভারতের রাজনীতিতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহসাই পূরণ হওয়ার নয়।

দীর্ঘদিনের অসুস্থতার পর ৯৩ বছরে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এআইআইএমস) হাসপাতালে বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

নয় সপ্তাহ ধরে হাসপাতালে থাকাকালেই বাজপেয়ীর স্বাস্থ্য গত মঙ্গলবার থেকে খারাপ হতে শুরু করে। কিডনিতে সংক্রমণ, বুক ধড়ফড় ও প্রস্রাবজনিত সমস্যা নিয়ে গত ১১ জুন তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।