রেলের সাবেক প্রধান প্রকৌশলী জিয়া উদ্দিন মাহমুদের মৃত্যু

বাংলাদেশ রেলওয়ের সাবেক প্রধান প্রকৌশলী (মেকানিক্যাল) জিয়া উদ্দিন মাহমুদ মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 June 2018, 07:23 AM
Updated : 25 June 2018, 07:50 AM

পরিবারের সদস্যরা জানান, সোমবার বেলা ১১টায় গুলশানের বাসায় তার মৃত্যু হয়।

জিয়া উদ্দিন মাহমুদ দীর্ঘদিন ধরে পাকস্থলি ও ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৮০ বছর।

সোমবার সন্ধ্যায় গুলশানের আজাদ মসজিদে জিয়া উদ্দিনের জানাজা হবে বলে তার বড় ছেলে এডিএন গ্রুপের চেয়ারম্যান আসিফ মাহমুদ জানান।

জিয়া উদ্দিন মাহমুদের জন্ম ১৯৩৮ সালের ২ জানুয়ারি, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে। নব্বইয়ের দশকে সরকারি চাকরি থেকে অবসরে যাওয়ার আগে তিনি কলকাতায় বাংলাদেশ মিশনেও দায়িত্ব পালন করেন।

তার তিন সন্তানের মধ্যে দুই ছেলে আসিফ মাহমুদ ও আরেফ মাহমুদ দেশেই ব্যবসা করেন। আর মেয়ে লোপা মাহমুদ থাকেন আয়ারল্যান্ডে।

এডিএন গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান টেক ভেলি নেটওয়ার্কস লিমিটেডের উপ পরিচালক আরেফ মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আজাদ মসজিদে জানাজার পর বনানী কবরস্থানে তার বাবাকে দাফন করা হবে।