৯৯৯ এ ফোনের পর ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে ঢাকার মোহাম্মদপুর থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2018, 01:45 PM
Updated : 5 May 2018, 04:43 AM

গ্রেপ্তার ইমরান (২২) গত শনিবার পহেলা বৈশাখে বছিলার শাহজালাল হাউজিংয়ের বস্তিবাসী এক রিকশাচালকের ৮ বছরের মেয়েকে ধর্ষণ করেন বলে অভিযোগ এসেছে।

পুলিশ জানায়, ধর্ষণের ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলে সোমবার সকালে ৯৯৯ ফোন করে অভিযোগ জানান একজন।

এরপর পুলিশ অভিযান চালিয়ে ইমরানকে গ্রেপ্তার এবং শিশুটিকে এবং তার মাকে থানায় নিয়ে আসে বলে মোহাম্মদপুর থানার ওসি জামাল উদ্দিন মীর জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মেয়েটির মা বাদী হয়ে একটি মামলা করেছেন। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শিশুটিকে ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানো হয়েছে।

জরুরি প্রয়োজনে তাৎক্ষণিক সেবা পেতে যে কোনো ফোন (মোবাইল বা ফিক্সড লাইন ফোন ) থেকে ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ, দমকল বাহিনী ও অ্যাম্বুলেন্স পাওয়া যায়। এই কল করতে কোনো অর্থ খরচ হয় না।

এক বছর পরীক্ষামূলক কার্যক্রমের পর গত বছর থেকে এই সেবা পুরোদমে চালু হয়।