জাফর ইকবালের ওপর হামলায় খুবই উদ্বিগ্ন: শিক্ষামন্ত্রী

লেখক-অধ্যাপক জাফর ইকবালের ওপর হামলায় উদ্বেগ জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 March 2018, 03:43 PM
Updated : 3 March 2018, 10:07 PM

পুলিশি নিরাপত্তার মধ্যে শনিবার বিকালে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উন্মুক্ত এক অনুষ্ঠানে ছুরি নিয়ে জাফর ইকবালের ওপর হামলা হয়। হামলাকারীর ছুরিকাঘাতে মাথায় জখম হয়েছে তার।

রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে জাফর ইকবালকে দেখতে গিয়ে শিক্ষামন্ত্রী নাহিদ সাংবাদিকদের বলেন, “আমরা খুবই উদ্বিগ্ন, খুবই ক্ষুব্ধ। যে বা যারা এই হামলার পেছনে রয়েছে তাদের খুঁজে বের করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।”

সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল।

ওসমানি মেডিকেলে প্রাথমিক চিকিৎসার পর জাফর ইকবালকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে আনা হচ্ছে। তার ওপর হামলায় জড়িতদের দ্রুত খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাফর ইকবালের ওপর হামলার পরপরই হামলাকারী এক তরুণকে ধরে ফেলে উপস্থিত শিক্ষার্থী ও পুলিশ সদস্যরা। সে নিজেকে মাদ্রাসাছাত্র বলে পরিচয় দিয়েছে বলে র্যর‌্যাব জানিয়েছে।