দেশের একমাত্র কম্পোজিট বোট ওয়ার্কশপ উদ্বোধন

বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত কম্পোজিট বোট ওয়ার্কশপ মঙ্গলবার থেকে চালু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Jan 2018, 07:27 PM
Updated : 16 Jan 2018, 07:27 PM

নারায়ণগঞ্জের ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডে (ডিইডাব্লিউ) অত্যাধুনিক ফিউশন প্রযুক্তি সম্পন্ন এ বোট তৈরি করা হচ্ছে বলে আঃন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে।

মঙ্গলবার  এ ওয়ার্কশপের উদ্বোধন করেন ডিইডব্লিউ ‘র চেয়ারম্যান ও নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ।  এসময় ডিইডাব্লিউ’র ব্যবস্থাপনা পরিচালক কমডোর শেখ আরিফ মাহমুদসহ উর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আইএসপিআর সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে,   নতুন এ কম্পোজিট বোট ওয়ার্কশপটি দেশের একমাত্র ওয়ার্কশপ যেখানে সব ধরনের কম্পোজিট বা হালকা নৌযান তৈরি করা এবং মেরামত ও রক্ষণাবেক্ষণ করা সম্ভব।

কম্পোজিট ম্যাটেরিয়াল দিয়ে সাধারণতঃ দ্রুতগতিসম্পন্ন নৌযান প্রস্তুত করা হয়, যা নৌবাহিনী, কোস্টগার্ডসহ বিভিন্ন সংস্থা নদী ও সমুদ্র পথে চোরাচালান, মাদক পাচার রোধ এবং টহলের কাজে ব্যবহার করে থাকে।

এ ধরনের নৌযান তৈরির ক্ষেত্রে আগে বাংলাদেশকে বিদেশি প্রতিষ্ঠানের সহায়তা নিতে হত। এখন থেকে দেশেই তা তৈরি করা যাবে।

পরে নৌপ্রধান ডিইডাব্লিউ উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ৫তলা বিশিষ্ট স্কুল ভবন উদ্বোধন করেন।