খসে পড়া পলেস্তারায় আহত ঢাবি ছাত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলে বাথরুমের ছাদ থেকে খসে পড়া পলেস্তারায় আহত হয়েছেন এক ছাত্রী।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Dec 2017, 02:27 PM
Updated : 14 Dec 2017, 02:27 PM

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

আহত শারমিন জিনাত খুশবু ইসলামের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী। হলের মধ্য ভবনের নিচতলায় ১২৪ নম্বর কক্ষে থাকেন তিনি।

হলের কয়েকজন ছাত্রী জানান, দুপুরে খুশবু গোসলের জন্য বাথরুমে গিয়েছিলেন। সেখানে ছাদের পলেস্তারা খসে খুশবুর ডান হাতে পড়লে আঘাত পান তিনি। পরে অন্য ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার নিয়ে গেলে সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ছাত্রীরা জানিয়েছেন, পুরনো ভবনটির ছাদ থেকে প্রায়ই পলেস্তারা খসে পড়ে।

আহত খুশবু সাংবাদিকদের বলেন, “হঠাৎ করে পলেস্তারা ভেঙ্গে ডানের হাতের ওপর পড়ে, এতে প্রচণ্ড ব্যাথা পেয়েছি।”

হল প্রাধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া সাহা বলেন, “ভবনটি অনেক পুরনো, অনেকদিন ধরে মেরামত করা হয় না। সংস্কারের জন্য হল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে চিঠিয়ে দেওয়া হয়েছে।”