যে পথ দিয়ে যাবে আনন্দ শোভাযাত্রা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের আন্তর্জাতিক স্বীকৃতি উদযাপনে আয়োজিত আনন্দ শোভাযাত্রা কোথা থেকে শুরু হয়ে কোন পথ দিয়ে যাবে তার দিক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Nov 2017, 03:41 PM
Updated : 24 Nov 2017, 03:41 PM

শনিবার বেলা ১২টায় ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর থেকে শুরু হয়ে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে শেষ হবে শোভাযাত্রা।

শুক্রবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শোভাযাত্রাটি বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর থেকে শুরু হয়ে মিরপুর রোডের রাসেল স্কয়ার ক্রসিং হয়ে কলাবাগান দিয়ে সায়েন্সল্যাব থেকে বাঁয়ে মোড় নেবে। এরপর বাটা সিগন্যাল-কাঁটাবন ক্রসিং হয়ে শাহবাগ থেকে ডানে মোড় নিয়ে ছবির হাট হয়ে সোহরাওয়ার্দী উদ্যানে ঢুকবে।

ছবির হাট ছাড়াও টিএসসি, বাংলা একাডেমির সামনে ও কালি মন্দির গেইট দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করা যাবে।

এ সময় নগরবাসীকে ট্রাফিক পুলিশের রুট ম্যাপ দেখে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

একাত্তরের ৭ মার্চ যে ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির স্বাধীনতার ডাক দিয়েছিলেন, সেই ভাষণ ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে ইউনেস্কোর ‘মেমোরি অফ দা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে’ যুক্ত হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত এই আনন্দ শোভাযাত্রায় সবাইকে অংশ নিতে সরকারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

শোভাযাত্রাটি সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পর বিকালে সেখানে সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেওয়ার কথা রয়েছে।