বাংলাদেশ ব্যাংকে অগ্নিকাণ্ড

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আবার অগ্নিকাণ্ড ঘটেছে; তবে অগ্নি নির্বাপক বাহিনীর কর্মীরা যাওয়ার আগেই তা নিভিয়ে ফেলা হয়।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2017, 04:13 PM
Updated : 23 Oct 2017, 04:28 PM

রাজধানীর মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকের ৩০ তলা ভবনের ১৮ তলায় লিফট মেরামতের সময় সোমবার বিকালে এই আগুন লাগে বলে ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের ভবনের পেছনে একটি লাগেজ লিফট আছে, তার সামনে একটি স্পেস আছে যেখানে মহিলারা নামাজ পড়েন। সেখানে কিছু কাপড় পড়ে ছিল, ওয়েল্ডিং মেশিনে কাজ করার সময় সেখানে আগুন লেগে যায়।”

‘৩০ সেকেন্ডের’ মধ্যে সে আগুন নিভিয়ে ফেলা হয় জানিয়ে শুভঙ্কর সাহা বলেন, আগুনে কোনো ক্ষয়-ক্ষতি হয়নি।

অগ্নি নির্বাপক বাহিনীর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে যোগাযোগ করলে কর্তব্যরত কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগুন লাগার খবর পেয়ে সেখানে গিয়েছিল আমাদের কর্মীরা। কিন্তু যাওয়ার আগেই তা নিভিয়ে ফেলে তারা।”

ভবনের ওই তলায় কেন্দ্রীয় ব্যাংকের সাস্টেইনেবেল ফাইন্যান্স ডিপার্টমেন্ট, ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট রয়েছে।

চলতি বছরের মার্চেও বাংলাদেশ ব্যাংক ভবনে আগুন লেগেছিল। ১৪ তলায় লাগা সেই আগুনে ৮০ লাখ টাকার ক্ষতি হয়েছিল। লে