ঢাকায় ছিনতাইকারীর ছুরিতে বিশ্ববিদ্যালয় ছাত্র খুন

ঢাকার টিকাটুলিতে ছিনতাইকারীর ছুরিতে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক তরুণের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Oct 2017, 08:45 AM
Updated : 8 Oct 2017, 08:45 AM

নিহত খন্দকার আবু তালহা (২২) ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের ছাত্র ছিলেন। রোববার সকাল ৮টার দিকে তার বাবা নূর উদ্দিন খন্দকার তাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া বলেন, “তালহার হাত, পা ও উরুতে ছুরিকাঘাতের জখম ছিল। রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।”

স্বজনদের বরাত দিয়ে এসআই বাচ্চু বলেন, সকালে ওয়ারীর বাসা থেকে রিকশায় করে যাত্রাবাড়ী যাচ্ছিলেন তালহা। বাসার কাছেই তিনি ছিনতাইকারীর কবলে পড়েন।

ছিনতাইকারীরা তাকে ছুরি মেরে পালিয়ে যায়। এলাকাবাসী ঘটনা দেখে তার বাবাকে খবর দেয় এবং তিনি ছেলেকে হাসপাতালে নিয়ে আসেন।

ছিনতাইকারীরা তালহার কাছ থেকে কী ছিনিয়ে নিয়েছে, তা জানাতে পারেননি এই পুলিশ সদস্য। তালহা ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কোনো ক্যাম্পাসে পড়তেন তাও জানা যায়নি। হাসপাতালের নিবন্ধন খাতায় লেখা হয়েছে, তালহাদের গ্রামের বাড়ির কুমিল্লার বরুরার দেওড়া গ্রামে।

গত ১৯ সেপ্টেম্বর ওয়ারীতে রিকশা আটকে ছিনতাইয়ের সময় স্বপন নামে এক রিকশাচালক আহত হন। পরে এলাকাবাসীর নাদিম নামে সন্দেহভাজন তরুণকে পিটিয়ে পুলিশে দেয়।