মিজারুল কায়েসের মরদেহ ঢাকায়

ব্রাজিলে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মিজারুল কায়েসের মরদেহ ঢাকায় পৌঁছেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 March 2017, 06:40 PM
Updated : 19 March 2017, 06:40 PM

কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে মিজারুলের মরদেহ নিয়ে তার স্বজনরা রোববার রাত ১২টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বলে প্রয়াতের ভগ্নিপতি হাফিজ উর রহমান খান জানিয়েছেন।

সাবেক পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস গত শুক্রবার রাতে ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গুরুতর অসুস্থ হয়ে মাসখানেক ধরে ওই হাসপাতালের আইসিইউতে ছিলেন তিনি।

হাফিজ উর রহমান জানান, সোমবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মিজারুল কায়েসের জানাজা হবে। এরপর শ্রদ্ধা নিবেদনের জন্য সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত তার কফিন রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে।

নিজের গ্রাম কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নেওয়া হবে মিজারুলের মরদেহ। মঙ্গলবার ঢাকার বনানী কবরস্থানে তার দাফন হবে।

মিজারুল কায়েসের বয়স হয়েছিল ৫৭ বছল। তিনি স্ত্রী নাইমা চৌধুরী ও দুই মেয়ে রেখে গেছেন।

২০০৯ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন মিজারুল। ব্রাজিলে যাওয়ার আগে বাংলাদেশের লন্ডন মিশনে হাই কমিশনারের দায়িত্ব পালন করেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় ও যুক্তরাষ্ট্রের হার্ভার্ড কেনেডি স্কুল অব গভর্নমেন্টে পড়াশোনা করা মিজারুল বিসিএসে ১৯৮২ ব্যাচের কর্মকর্তা। পররাষ্ট্র মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ নানা পদে দায়িত্ব পালনের পাশাপাশি কয়েকটি বিশ্ববিদ্যালয় ও ইনস্টিটিউটেও তিনি পড়িয়েছেন।