৮৪৮ কলেজে সবাই পাস, সবাই ফেল ২৫ প্রতিষ্ঠানে

এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার শতভাগ শিক্ষার্থী পাসের প্রতিষ্ঠানের সংখ্যা গতবারের চেয়ে ২৮৫টি কমেছে; সেইসঙ্গে কমেছে ‘কেউ পাস করেনি’ এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 August 2016, 08:48 AM
Updated : 18 August 2016, 10:37 AM

আটটি সাধারণ বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি বোর্ডের অধীনে ৮ হাজার ৩৪৫টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১২ লাখ ১৮ হাজার ৬২৮ জন শিক্ষার্থী এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়।

এর মধ্যে ৮৪৮টি শিক্ষা প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিকে পাস করেছে, গত বছর এ সংখ্যা ছিল এক হাজার ১৩৩টি।

আর ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী এবার পাস করতে পারেনি; গতবছর এ সংখ্যা ছিল ৩৫টি।

সেই হিসেবে এবার শতভাগ শিক্ষার্থী ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা ১০টি কমেছে।

বোর্ড

সবাই পাস করেছে

সবাই ফেল করেছে

ঢাকা

৪৩টি শিক্ষা প্রতিষ্ঠানে

৩টি শিক্ষা প্রতিষ্ঠানে

রাজশাহী

১৮টি

৮টি

কুমিল্লা

৮টি

নেই

যশোর

১৩টি

১টি

চট্টগ্রাম

৫টি

নেই

বরিশাল

২টি

নেই

সিলেট

৫টি

নেই

দিনাজপুর

১১টি

৮টি

মাদ্রাসা বোর্ড

৫৮৫টি

৫টি

কারিগরি বোর্ড

১৫৮টি

নেই

মোট

৮৪৮টি

৩৫টি

এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার ৭৪ দশমিক ৭০ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন, জিপিএ-৫ পেয়েছেন ৫৮ হাজার ২৭৬ জন।