গুলশানে নিহত ইতালীয়দের শরীরে ‘নির্যাতনের চিহ্ন’
নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Jul 2016 12:57 PM BdST Updated: 01 Aug 2016 01:26 AM BdST
গুলশানের হলি আর্টিজান বেকারিতে আটকা পড়া বিদেশি নাগরিকদের হত্যা করার আগে কয়েকজনকে নির্যাতন করা হয়েছিল বলে ইতালিতে দ্বিতীয় দফা ময়নাতদন্তে বেরিয়ে এসেছে।
এক সপ্তাহ আগে বাংলাদেশের ইতিহাসে ভয়াবহতম সেই জঙ্গি হামলার ঘটনায় নিহত হন ২০ জন, যাদের মধ্যে নয়জনই ছিলেন ইতালির নাগরিক।
তাদের মধ্যে সাতজনই তৈরি পোশাকের ব্যবসায় ছিলেন, বাংলাদেশে এসেছিলেন ব্যবসার কাজেই। গত মঙ্গলবার ওই নয়জনের মরদেহ ইতালিতে পৌঁছানোর পর দ্বিতীয় দফা ময়নাতদন্ত হয়।
সে দেশের কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের গায়ে ছুরি দিয়ে পোচ দেওয়া হয়েছে, এতে তাদের মৃত্যু হয়েছে সময় নিয়ে। কারও কারও লাশ ছিল ক্ষতবিক্ষত।
# নিহত নয় ইতালীয়: নাদিয়া বেনেদিত্তো, ভিনসেনজো দ আলেস্ত্রো, ক্লদিও মারিয়া দান্তোনা, সিমোনা মন্টি, মারিয়া রিবোলি, আডেলে পুগলিসি, ক্লদিও চাপেলি, ক্রিস্টিয়ান রোসিস ও মারকো তোনডাট।
# এদের মধ্যে ভিনসেনজো দ আলেস্ত্রো এবং মারিয়া রিবোলি বাদে বাকিরা তৈরি পোশাক শিল্পে জড়িত ছিলেন।
# নিহতদের মধ্যে ইতালির নয়জন ছাড়াও জাপানের সাতজন, ভারতের একজন এবং তিনজন বাংলাদেশি।
একদল অস্ত্রধারী তরুণ ১ জুলাই রাতে গুলশান ২ নম্বরের ওই ক্যাফেতে হামলা চালিয়ে দেশি-বিদেশি অতিথিদের জিম্মি করে। প্রায় ১২ ঘণ্টা পর কমান্ডো অভিযান চালিয়ে ওই রেস্তোরাঁর নিয়ন্ত্রণ নেয় সশস্ত্রবাহিনী। ১৩ জন জিম্মিকে জীবিত উদ্ধার করা হলেও ২০ জনের লাশ পাওয়া যায় ভেতরে।

নিহতদের সবাইকে গলা কেটে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানানো হলেও ঢাকায় ময়নাতদন্তের পর চিকিৎসকরা বলেন, নিহত বিদেশিদের বেশিরভাগের মৃত্যু হয় ধারাল অস্ত্রের আঘাতে।
ময়নাতদন্তকারী চিকিৎসক দলের প্রধান ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক মো. সোহেল মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিহত বিদেশিদের মধ্যে সাতজনের শরীরে আটটি বুলেট পাওয়া গেছে। তাদের মাথা ও ঘাড়ে কোপের চিহ্নও ছিল।
-
এইচএসসি: আইন সংশোধনের গেজেট হল, এখন ফলের অপেক্ষা
-
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে সৌদি আরবের শুরা কাউন্সিলের চেয়ারম্যানকে আমন্ত্রণ
-
এবার অটোপাস দেওয়া সম্ভব না: শিক্ষামন্ত্রী
-
খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি
-
সনজীদা খাতুন ও সাজ্জাদ আলী জহির পাচ্ছেন ভারতের ‘পদ্মশ্রী’
-
‘আশ্বাস পেয়ে’ সদরঘাট থেকে লঞ্চ চালুর ঘোষণা
-
অভিযোজনের বৈশ্বিক প্রচেষ্টায় ঘাটতি দেখছেন শেখ হাসিনা
-
এইচএসসি ও সমমানের ফল: বিলে রাষ্ট্রপতির সম্মতি
-
এইচএসসি: আইন সংশোধনের গেজেট হল, এখন ফলের অপেক্ষা
-
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে সৌদি আরবের শুরা কাউন্সিলের চেয়ারম্যানকে আমন্ত্রণ
-
এবার অটোপাস দেওয়া সম্ভব না: শিক্ষামন্ত্রী
-
খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি
-
সনজীদা খাতুন ও সাজ্জাদ আলী জহির পাচ্ছেন ভারতের ‘পদ্মশ্রী’
-
‘আশ্বাস পেয়ে’ সদরঘাট থেকে লঞ্চ চালুর ঘোষণা
সর্বাধিক পঠিত
- ক্যারিবিয়ানদের ‘হোয়াইটওয়াশ’ করেই ছাড়ল বাংলাদেশ
- এবারের এসএসসির পুনর্বিন্যস্ত সিলেবাস প্রকাশ
- প্রত্যাশিত জয়ে বাংলাদেশের ‘৩০’
- এলচেকে হারিয়ে তিনে বার্সা
- ‘মেসিকে বোঝানোর চেষ্টা করছে পিএসজি’
- আইপিএলে নতুন ভূমিকায় সাঙ্গাকারা
- টিকা আসার আগে যা বললেন বেক্সিমকো ফার্মার এমডি
- ফিরোজ রশীদকে ‘মূর্খ’ বললেন শাহরিয়ার কবির
- ‘ভেতরের কথা বাইরে কীভাবে আসে’, কৌতূহল সাকিবের
- দশম ও দ্বাদশ শ্রেণিতে নিয়মিত ক্লাস, বাকিদের সপ্তাহে ১ দিন