রোমে পৌঁছেছে ৯ ইতালীয়র মরদেহ

গুলশানের হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলায় নিহত ইতালির নয় নাগরিকের মরদেহ রোমে পৌঁছেছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 July 2016, 07:25 PM
Updated : 6 July 2016, 05:32 PM

মঙ্গলবার রাতে তাদের কফিনবাহী সামরিক বিমানটি রোমে অবতরণ করে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। দুপুরে বিমানে তাদের কফিন নিয়ে ইতালির উদ্দেশ্যে ঢাকা ছাড়েন দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী মারিও জাইরো।

গত শুক্রবার গুলশানে এই হামলার পর ল্যাটিন আমেরিকা সফর সংক্ষিপ্ত করে রোমে ফেরেন দেশটির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলা। প্রেসিডেন্টের সঙ্গে ইতালির পররাষ্ট্রমন্ত্রী পাওলো জেনতিলোনি বিমানবন্দরে নিহত নাগরিকদের কফিনের জন্য অপেক্ষা করেন।

ইতালির জাতীয় পতাকায় মোড়ানো নয়টি কফিন বিমান থেকে নামানোর পর যাজকরা তাতে ক্যাথলিকদের ‘পবিত্র পানি’ ছিটিয়ে দেন বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়।

গত শুক্রবার রাতে গুলশান ২ নম্বরের ওই ক্যাফেতে একদল অস্ত্রধারী জঙ্গি  হামলা চালিয়ে দেশি বিদেশি অন্তত ৩৩ জনকে জিম্মি করে। প্রায় ১২ ঘণ্টা পর কমান্ডো অভিযান চালিয়ে ওই রেস্তোরাঁর নিয়ন্ত্রণ নেয় সশস্ত্রবাহিনী। ১৩ জন জিম্মিকে জীবিত উদ্ধার করা হলেও ২০ জনের লাশ পাওয়া যায় জবাই করা অবস্থায়।

নিহতদের মধ্যে ইতালির নয়জন ছাড়াও জাপানের সাতজন এবং ভারতের এক নাগরিক রয়েছে।

নিহত নয়জন ইতালিয়ান হলেন- নাদিয়া বেনেদিত্তো, ভিনসেনজো দ আলেস্ত্রো, ক্লদিও মারিয়া দান্তোনা, সিমোনা মন্টি, মারিয়া রিবোলি, আডেলে পুগলিসি, ক্লদিও চাপেলি, ক্রিস্টিয়ান রোসিস ও মারকো তোনডাট।

এদের মধ্যে ভিনসেনজো দ আলেস্ত্রো এবং মারিয়া রিবোলি বাদে বাকিরা তৈরি পোশাক শিল্পে জড়িত ছিলেন।

নিহত ইতালীয়দের ময়নাতদন্ত হবে জানিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইতালীয়দের লক্ষ্য করে ওই হামলা চালানো হয় কি না তা খতিয়ে দেখা হবে বলে দেশটির বিচার বিভাগের একটি সূত্র জানিয়েছে।