গুলিবিদ্ধ শিশুটি এখন মায়ের সঙ্গে

মাগুরায় মাতৃগর্ভে গুলিবিদ্ধ হয়ে ভূমিষ্ঠ শিশুটিকে মায়ের হাতে তুলে দিয়েছেন চিকিৎসকরা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 August 2015, 11:55 AM
Updated : 16 August 2015, 01:27 PM

সুরাইয়া নামে শিশুটিকে রোববার দুপুরে মা নাজমা বেগমের কাছে হস্তান্তরের সময় আবেগপ্রবণ হয়ে পড়েন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরাও।

হাসপাতালের নবজাতক বিভাগের প্রধান অধ্যাপক আবিদ হোসেন মোল্লা সাংবাদিকদের বলেন, “আমরা তাকে সন্তানের মতো চিকিৎসা দিয়েছি। সুস্থ হয়ে ওঠায় তাকে মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে।”

নিজের শিশুকে গ্রহণ করে অশ্রু নয়নে সবার কাছে দোয়া চান নাজমা।  

শিশুটি এতদিন নবজাতক বিভাগের আইসিইউতে ছিল। ২৪ দিন পর এখন মায়ের সঙ্গে কেবিনে থাকবে সে।

শিশুটিকে মায়ের কাছে হস্তান্তরের সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মিজানুর রহমান, শিশু সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক আশরাফুল হক কাজল ও সহযোগী অধ্যাপক কানিজ হাসিনাও উপস্থিত ছিলেন।

এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাগুরা শহরের দোয়ারপাড়া এলাকায় গত ২৩ জুলাই সরকার সমর্থক দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হন অন্তঃস্বত্ত্বা নাজমা।

সেদিনই তার মেয়েসন্তানটি মাগুরা হাসপাতালে ভূমিষ্ঠ হয়। তবে গুলি গর্ভস্থ সন্তানটিকে বিদ্ধ করায় চিকিৎসার জন্য তাকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

কয়েকদিন মাগুরায় চিকিৎসা নেওয়ার পর নাজমাও পরে ঢাকা মেডিকেলে এসে ভর্তি হন।   

সেদিনের সংঘর্ষে এক পক্ষের নেতৃত্বে ছিলেন নাজমার দেবর কামরুল ভুইয়া। সংঘর্ষে গর্ভস্থ শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটি সারাদেশে আলোড়ন তোলে।