কুষ্টিয়ায় শোক দিবসে আ. লীগে সংঘর্ষে যুবক নিহত

জাতীয় শোক দিবসের কর্মসূচিতে কুষ্টিয়ায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে এক যুবলীগকর্মী নিহত হয়েছেন।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 August 2015, 10:34 AM
Updated : 16 August 2015, 11:51 AM

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা শহরের মজমপুর গেইট এলাকায় এই সংঘর্ষ বাঁধে বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে।

নিহত সবুজ (২৫) সদর উপজেলার ঢাকা ঝালুপাড়া গ্রামের মোবারকের ছেলে। তিনি যুবলীগকর্মী বলে জানিয়েছেন শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিজ।

সংঘর্ষে কয়েকজন আহত হয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক রায়হান।

১৫ অগাস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার বার্ষিকীতে জাতীয় শোক দিবসে দেশজুড়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো নানা কর্মসূচি পালন করছে।

সারা দেশে মতো দুপুর ১২টার দিকে কুষ্টিয়ায়ও বের হয় শোক শোভাযাত্রা ও সমাবেশ। শোভাযাত্রা করে মজমপুর বাসস্ট্যান্ডের কাছে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পরপরই সংঘর্ষে জড়ায় আওয়ামী লীগের দুই পক্ষ।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম সাংবাদিকদের বলেন, “সমাবেশ শেষে কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিজের কর্মী-সমর্থকরা জাহাঙ্গীর হোটেলের কাছে অবস্থান নেয়।

“এ সময় জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনের নেতৃত্বে একটি দল সেখানে গেলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।”

সংঘর্ষে ছুরিকাঘাতে সবুজ (২৫), বিদ্যুৎ (৩৮) ও আজমল হোসেন (২৮) আহত হন। তিনজনকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে সবুজের মৃত্যু হয়।

সংঘর্ষের সময় গুলির শব্দ পাওয়া গেছে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।

শহরের প্রাণকেন্দ্রে পুলিশের উপস্থিতির মধ্যে হকিস্টিক, রামদা, আগ্নেয়াস্ত্র নিয়ে দুই পক্ষের সংঘর্ষের কারণে আতঙ্ক ছড়িয়ে পড়ে, বন্ধ হয়ে যায় সব দোকান-পাট।

ক্ষমতাসীন দলের দুই পক্ষের মধ্যকার পুরনো দ্বন্দের কারণে এই সংঘর্ষ ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।