পুলিশ পরিচয়ে এক ব্যক্তিকে অটোরিকশায় তুলে তারা ১২ হাজার টাকা ছিনিয়ে নেয়।
Published : 27 Mar 2024, 03:56 PM
রাজধানীতে পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার সকালে বিজয় সরণির কলমিলতা মার্কেটের সামনে থেকে তাদের গ্রেপ্তারের কথা জানান তেজগাঁও থানার ওসি মোহাম্মদ মহসীন।
গ্রেপ্তার দুজন হলেন- মো. রাজু (৫২) ও মো. নাজমুল (৫০)।
ওসি বলেন, “আল আমীন নামে এক ব্যক্তি সৌদি আরব যাওয়ার জন্য স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানে যাচ্ছিলেন। পথে দুজন পুলিশ পরিচয় দিয়ে তল্লাশির কথা বলে তাকে অটোরিকশায় তোলেন। এরপর ১২ হাজার টাকা ছিনিয়ে নিয়ে তাকে নামিয়ে দেন।
“আল আমীন চিৎকার শুরু করলে উপস্থিত লোকজন অটোরিকশা আটকে দুজনকে ধরে ফেলে পুলিশে সোপর্দ করে।”
এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানান ওসি।