স্থগিত পরীক্ষাগুলোর নতুন সূচি পরে পেট্রোবাংলার ওয়েবসাইটে ও প্রার্থীদের এসএমএসের মাধ্যমে জানানো হবে।
Published : 17 Sep 2024, 07:27 PM
দেশজুড়ে কয়েকদিন ধরে চলা টানা বৃষ্টিতে কিছু কিছু এলাকায় বন্যা পরিস্থিতির কারণে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) এবং এর অধীন কোম্পানিগুলোর নয়টি পদে নিয়োগের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।
আগামী ২০ ও ২৭ সেপ্টেম্বর ওই পরীক্ষা হওয়ার কথা থাকলেও মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে তা স্থগিতের ঘোষণা দিয়েছে পেট্রোবাংলা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “সহকারী ব্যবস্থাপক (প্রশাসন), সহকারী ব্যবস্থাপক (আইন), সহকারী ব্যবস্থাপক (অর্থ), সহকারী ব্যবস্থাপক (চিকিৎসা), সহকারী কর্মকর্তা (প্রশাসন), সহকারী কর্মকর্তা (লাইব্রেরি), সহকারী কর্মকর্তা (আইন), সহকারী কর্মকর্তা (অর্থ), নার্স-ব্রাদার পদের জন্য আবেদন করা চাকরিপ্রার্থীদের লিখিত পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হল।”
পরীক্ষা স্থগিতের কারণ হিসেবে পেট্রোবাংলা বলেছে, লিখিত পরীক্ষার সূচি প্রকাশ করার পর থেকে কয়েকদিনে দেশের দক্ষিণাঞ্চলসহ বিভিন্ন অঞ্চলে অতিবৃষ্টির জন্য বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এ কারণে সূচি পরিবর্তনে পেট্রোবাংলা কর্তৃপক্ষের কাছে পরীক্ষার্থীরা আবেদন জানায়। ফলে আপাতত পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে।
স্থগিত পরীক্ষাগুলোর নতুন সূচি পরবর্তীতে পেট্রোবাংলার ওয়েবসাইটে ও প্রার্থীদের মোবাইল ফোনে এসএমএসে জানানো হবে।
নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে গত সপ্তাহের কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাত হয়েছে। ভারি বর্ষণের কারণে কক্সবাজার, খুলনা, নোয়াখালী, শরীয়তপুরসহ বিভিন্ন এলাকায় বন্যা ও ব্যাপক জলাবদ্ধতার পরিস্থিতি তৈরি হয়েছে।
টানা বৃষ্টির মধ্যে গত শুক্রবার কক্সবাজারে ২৪ ঘণ্টায় ৫০১ মিলিমিটার বৃষ্টি ঝরে, যাকে দুই দশকের মধ্যে কক্সবাজারে সর্বোচ্চ বলা হয়েছে। ঢলের স্রোতে খুলনায় ভেসে গেছে মাছের ঘের। সবজি ও আমনের ক্ষতি হয়েছে।
শরীয়তপুরে টানা বৃষ্টির কারণে বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন। বিভিন্ন অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানের সামনে হাঁটু পানিতে তলিয়ে যায়। পানি উঠে বাসাবাড়িতেও। নোয়াখালীতে অনেক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে জনদুর্ভোগ তৈরি হয়েছে। বৈরী আবহাওয়ার মধ্যে হাতিয়ায় বঙ্গোপসাগরের ডুবেছে সাতটি মাছধরার ট্রলার। বন্দরগুলোতে জারি করা হয় সতর্কতা।
তবে টানা বৃষ্টির প্রবণতা গত রোববার থেকে কমে এসেছে। উপকূলীয় এলাকায় ঝড়ের সম্ভাবনা না থাকায় সমুদ্র বন্দরগুলো থেকে সতর্ক সংকেতও নামিয়ে ফেলতে বলা হয়েছে।