গত ৩০ অক্টোবর ঢাকার একটি হাসপাতালে মারা যান মুক্তিযুদ্ধের সংগঠক আবদুল কুদ্দুস।
Published : 10 Feb 2024, 05:20 PM
আওয়ামী লীগের আবদুল কুদ্দুসের মৃত্যুতে শূন্য হওয়া নাটোর-৪ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
কয়েক মাসের জন্য এই আসনটিতে সংসদ সদস্য নির্বাচনে ভোট হবে আগামী ১১ অক্টোবর।
বৃহস্পতিবার কমিশন বৈঠক শেষে নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম তফসিল ঘোষণা করে জানান, প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। পরের দিন তা যাচাইবাছাই করা হবে। প্রত্যাহারের শেষ সময় ২৪ সেপ্টেম্বর।
আসনটিতে ভোট নেওয়া হবে ব্যালট পেপারে। ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে না, সেটিও আগেই জানিয়ে দেন ইসি সচিব।
গত ৩০ অক্টোবর ঢাকার একটি হাসপাতালে মারা যান মুক্তিযুদ্ধের সংগঠক আবদুল কুদ্দুস। তিনি টানা তিনবার এবং ১৯৯১ ও ১৯৯৬ সালের ১২ জুনের নির্বাচনসহ পাঁচবারের সংসদ সদস্য ছিলেন।
সংবিধান অনুযায়ী কোনো আসন শূন্য হলে ৯০ দিনের মধ্যে উপনির্বাচনের বাধ্যবাধকতা আছে।
তবে এই আসনের নতুন সংসদ সদস্য খুব বেশিদিন পদে থাকতে পারবেন না। কারণ, বর্তমান সংসদের মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের জানুয়ারিতে।
২০১৮ সালের ৩০ ডিসেম্বরের ভোটের পর একাদশ সংসদের প্রথম অধিবেশন বসে ২০১৯ সালের ৩০ জানুয়ারি। সংবিধান অনুযায়ী এর আগের ৯০ দিনের মধ্যে নির্বাচন হতে হবে। সেই হিসাবে দ্বাদশ সংসদ নির্বাচনের ক্ষণগণনা শুরু হবে আগামী ২ নভেম্বর।
গত ২ সেপ্টেম্বর নির্বাচন কমিশনার আনিছুর রহমান জানিয়েছেন, আগামী নির্বাচনে ভোট হতে পারে জানুয়ারির প্রথম সপ্তাহে। আর তফসিল হতে পারে নভেম্বরে।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)