হামলায় এক কর্মকর্তার নাক ফেটে গেছে, হাতেও গুরুতর জখম হয়েছে, বলছে তিতাস।
Published : 08 Jan 2025, 08:17 PM
নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায় গ্যাসের অবৈধ লাইন উচ্ছেদে অভিযানে গিয়ে স্থানীয়দের হামলার শিকার হয়েছেন গ্যাস সরবরাহ প্রতিষ্ঠান তিতাসের কর্মকর্তারা।
বুধবার সোনারগাঁওয়ের মৈষটেক এলাকায় এ ঘটনা ঘটে বলে তিতাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
হামলায় তিতাসের আঞ্চলিক বিপণন বিভাগ সোনারগাঁওয়ের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ শাহাবুদ্দীন গুরুতর আহত হয়েছেন। তার নাক ফেটে গেছে। হাতেও গুরুতর জখম হয়েছে।
এ ছাড়া তিতাসের স্থানীয় কার্যালয়ের এক কর্মচারী, সংযোগ বিচ্ছিন্নকারী টিমের দুজনসহ পুলিশ সদস্যরাও আহত হয়েছেন।
ঘটনার বর্ণনায় তিতাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জ্যেষ্ঠ সহকারী কমিশনার ফজলে ওয়াহিদের নেতৃত্বে সোনারগাঁওয়ের মৈষটেক ও মিরেরটেক এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালানো হয়। অভিযানে মৈষটেকের প্রায় এক কিলোমিটার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে প্রায় ২০০টি বাড়ির চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
“মৈষটেকে অভিযান শেষে মিরেরটেক বাজার এলাকায় গেলে একটি চক্র অতর্কিতভাবে হামলা করে। এতে প্রকৌশলী মোহাম্মদ শাহাবুদ্দীন গুরুতর আহত হন।”
ঘটনার পর তিতাসের নারায়ণগঞ্জ কার্যালয়ের কর্মকর্তা প্রকৌশলী রায়হান মামলার জন্য সোনারগাঁও থানায় যাওয়ার কথা বলেছেন।