এ নিয়ে হজ করতে যাওয়া দুজনের মৃত্যুর তথ্য দিল মন্ত্রণালয়।
Published : 19 May 2024, 04:08 PM
চলতি বছরে সৌদি আরবে হজ করতে যাওয়া আরো এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।
রোববার হজ বুলেটিনে ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, ৮৯ বছর বয়সী মো. মোস্তফা সৌদি আরবের মক্কায় মারা গেছেন শনিবার।
ভোলার সদর উপজেলার বাসিন্দা মোস্তফা চলতি মাসের ১২ তারিখে জেদ্দায় পৌঁছান।
এ নিয়ে হজ করতে যাওয়া দুজনের মৃত্যুর তথ্য দিল মন্ত্রণালণয়।
এর আগে নেত্রকোণার মো. আসাদুজ্জামান নামের একজন মদিনায় মারা যান গত বুধবার, তার বয়স হয়েছিল ৫৭ বছর।
হজ পালনের জন্য বাংলাদেশ থেকে এ পর্যন্ত সৌদি আরব পৌঁছেছেন ২৮ হাজার ৭৬০ জন।
এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩ হাজার ৭৪৭ জন; বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ২৫ হাজার ১৩ জন হজযাত্রী। মোট ৭২টি ফ্লাইটে তারা সৌদি আরব পৌঁছেছেন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন হজ হতে পারে।
আরও পড়ুন:
৪১৫ যাত্রী নিয়ে সৌদি গেল প্রথম হজ ফ্লাইট
হজ করতে সৌদি পৌঁছেছেন ২৪ হাজারের বেশি বাংলাদেশি