“যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক সরকার গঠনে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থার দাবি জানাই,” বলা হয় বিবৃতিতে।
Published : 10 Aug 2024, 07:07 PM
অন্তবর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়ে ‘দ্রুত নিরপেক্ষ’ নির্বাচনের দাবি জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষকদের সংগঠন সাদা দল।
শনিবার দুপুরে সাদা দলের সভাপতি অধ্যাপক মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. রইছ উদদীন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, “বাংলাদেশ এখন চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। এ সময়ে দায়িত্বভার গ্রহণকারী সরকারের সামনে নানা চ্যালেঞ্জ আছে।...এ অবস্থায় নতুন সরকার প্রাধান্য নির্ধারণের মাধ্যমে যথাযথ পরিকল্পনা নিয়ে সমস্যা মোকাবিলায় পদক্ষেপ নেবেন বলে আমাদের দৃঢ় বিশ্বাস। বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি।
“বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে নেওয়া এ দেশের মানুষের পরম কাঙ্ক্ষিত বিষয়। যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক সরকার গঠনের লক্ষে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থার দাবি জানাই।”
নোবেল জয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারে অভিনন্দন জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়, “ছাত্র-শিক্ষক ও জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন এবং তার দেশ ছেড়ে পলায়নের ফলে দেশ যে সরকারবিহীন হয়ে পড়েছিল, মধ্যবর্তী সরকারের শপথ গ্রহণের মধ্য দিয়ে তা পূরণ হওয়ায় আমরা আনন্দিত।”
কোটা সংস্কার থেকে ছাত্র-জনতার গণআন্দোলনে ৫ অগাস্ট প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দেশত্যাগ করেন শেখ হাসিনা। দুদিন পর ৮ অগাস্ট মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার শপথগ্রহণ করে। ক্ষমতার পালাবদলের প্রেক্ষাপটে উদ্ভূত পরিস্থিতিতে আইনশৃঙ্খলা ফেরানোর জোর দিয়ে দেশের নানা খাতে সংস্কারের ওপর জোর দেওয়ার কথা জানাচ্ছে অন্তর্বর্তী সরকার।