“ঈদে যাত্রাপথে হাইওয়ে পুলিশের হটলাইন নম্বর সঙ্গে রাখ রাখুন; কল করার ১৫ মিনিটের মধ্যে সাড়া মিলবে,” বলেন তিনি।
Published : 17 Mar 2025, 11:01 PM
ঈদযাত্রা নির্বঘ্ন করতে মহাসড়কে ‘ডাকাতিতে জড়িত’ ১ হাজার ৪৪৩ জনকে চিহ্নিত করে অভিযান শুরুর কথা জানিয়েছে হাইওয়ে পুলিশ।
পুলিশের এ বিশেষায়িত ইউনিটের ডিআইজি (অপারেশন্স) শফিকুল ইসলাম বলেছেন, “৩ হাজার ৯০০ কিলোমিটার জাতীয় মহাসড়কে ৩৪০টি অপারেশনাল টিম কাজ করছে। ঈদে যাত্রাপথে হাইওয়ে পুলিশের হটলাইন নম্বর সঙ্গে রাখুন। কল করার ১৫ মিনিটের মধ্যে সাড়া মিলবে।”
ঈদের সময় প্রবাসীদের ব্যাগপত্র নিয়ে বাড়ি যেতে হাইওয়ে পুলিশের সেবা নেওয়ারও আহ্বান জানান তিনি।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সোমবার যাত্রী কল্যাণ সমিতির আলোচনাসভায় যোগ দিয়ে ঈদ উপলক্ষে হাইওয়ে পুলিশের উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির নেতারাও সভায় অংশ নেন বলে যাত্রী কল্যাণ সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
মহাসড়কে দুর্ঘটনা রোধে ব্যাটারিচালিত ইজিবাইক ও মোটরসাইকেলসহ তিন চাকার বাহন নিয়ন্ত্রণের আহ্বান জানান শ্রমিক ফেডারেশনের সভাপতি আবদুর রহিম বক্স দুদু।
আর বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম ঈদযাত্রায় ভোগান্তির জন্য সরকারের ‘ভুল পরিকল্পনা’র অভিযোগ তুলে বলেন, ‘অন্যায়ভাবে দায় মালিকদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে’। ঈদে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে মালিক সমিতি কঠোর হবে বলেও মন্তব্য করেন তিনি।
বিআরটিএর পরিচালক মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, ফিটনেসবিহীন যানবাহন বন্ধে বিআরটিএ কঠোর অবস্থানে রয়েছে। অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে ৬৪ জেলায় ভিজিলেন্স টিম তৎপরতা চালাবে।
যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, “এবারের ঈদে ঢাকা ও আশেপাশের জেলা থেকে প্রায় দেড় কোটি মানুষ ঈদ করতে বাড়ি যাবেন। দেশের এক জেলা থেকে অপর জেলায় আরও ৩ থেকে সাড়ে ৩ কোটি মানুষের যাতায়াত হতে পারে।”
সড়কে চাপ কমাতে ২৪ মার্চের মধ্যে পোশাক শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করে ধাপে ধাপে তাদের বাড়ি পাঠানোর পরামর্শ দেন মোজাম্মেল হক। ফিটনেসবিহীন বাহন ও ভাড়া নৈরাজ্য বন্ধসহ যাত্রী কল্যাণ সমিতির কয়েকটি সুপারিশও তুলে ধরেন তিনি।