মিরপুরে ট্রাফিক বক্সে ব্যাটারিচালিত রিকশা চালকদের হামলা

পুলিশ দুটি রিকশা জব্দ করার পর একযোগে পাঁচটি পুলিশ বক্সে হামলা হয়।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Oct 2022, 11:58 AM
Updated : 14 Oct 2022, 11:58 AM

ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদে পুলিশি অভিযানের প্রতিবাদে ঢাকার মিরপুর ও পল্লবী থানা এলাকার পাঁচটি পুলিশ বক্সে হামলা চালিয়েছেন চালকরা।

শুক্রবার সকালে এ ঘটনায় মিরপুর ১০ নম্বর গোলচত্বর ট্রাফিক বক্সে মিজানুর রহমান নামের এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন।

ট্রাফিক পুলিশের পল্লবী জোনের সহকারী কমিশনার ইলিয়াস হোসেন জানান, শুক্রবার সকালে দুটি ব্যাটারিচালিত রিকশা জব্দ করা হয়েছিল। এরপর ১০ নম্বর গোলচত্বর ট্রাফিক বক্সে হামলা করে একদল চালক।

আহত মিজানুরের চোয়ালে ১৩টি সেলাই লেগেছে; মাথায়ও জখম হয়েছে বলে জানান সহকারী কমিশনার ইলিয়াস।

তিনি বলেন, “ব্যাটারিচালিত রিকশার চালকরা সংঘবদ্ধ হয়ে মিরপুর ১২, কালশী মোড়, সাগুফতা মোড়সহ পাঁচটি পুলিশ বক্সে প্রায় একই সময়ে হামলা চালায়। ঢিল ছোড়ার পাশাপাশি পুলিশ বক্সে ভাঙচুর চালায়।”

হাই কোর্টের নির্দেশনা অনুযায়ী ব্যাটারিচালিত রিকশা চলাচলে নিষেধাজ্ঞা থাকার কথা জানিয়ে ইলিয়াস হোসেন বলেন, “চালকদের কঠোরভাবে নিষেধ করা হলেও তারা এসব রিকশা প্রধান সড়কে চালায়। এ কারণে বিভিন্ন দুর্ঘটনাও ঘটছে। আদালতের নিদের্শনা মেনেই নিয়মিত তাদের বিরুদ্ধে অভিযান চালানো হয়।”

পুলিশ বক্সে হামলার ঘটনায় পল্লবী থানায় মামলা হবে; পাশাপাশি হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ উপকমিশনার জসিম উদ্দিন মোল্লা।