সকালে স্টেশনগুলোয় এবং ট্রেনের ভেতরেও তেমন একটা যাত্রী না থাকলেও বেলা বাড়লে সেই সংখ্যা কিছুটা বাড়ে।
Published : 01 Apr 2025, 01:12 PM
ঈদের একদিনের ছুটি কাটিয়ে রাজধানীতে যাত্রী নিয়ে আবার চলাচল শুরু করেছে মেট্রোরেল।
মঙ্গলকার সকাল ৭টা ১০ মিনিটে প্রথম ঢাকার উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে ছেড়ে যায় প্রথম ট্রেনটি; এবং মতিঝিল থেকে প্রথম ট্রেনটি সাড়ে ৭টায় উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশে রওনা হয়।
সকালে স্টেশনগুলোয় এবং ট্রেনের ভেতরেও তেমন একটা যাত্রী না থাকলেও বেলা বাড়লে সেই সংখ্যা কিছুটা বাড়ে।
আগারগাঁও থেকে মেট্রোরেল উঠে সচিবালয়ে স্টেশনে নামা যাত্রী সোহেল মাহমুদ বলেন, “সকালে প্রথম ট্রিপে উঠলাম। দ্রুত এসেছি। যাত্রী সংখ্যাও কম না। ছুটির দিন পবিার নিয়ে বেরিয়েছি।“
স্কুল ছাত্রী নাঈমা নাসরিন মেট্রোরেলে উঠেন সচিবালয় স্টেশন থেকে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “খালার বাসায় যাচ্ছি। ভালো লাগছে।’’
ঈদের আগে গত শনিবার মেট্রোরেল পরিচালনাকারী ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ফেইসবুকে এক বিশেষ ঘোষণায় ঈদের দিনটি ট্রেন চালানো বন্ধ রাখার কথা জানিয়েছিল।
মেট্রো কর্তৃপক্ষ বলেছিল ঈদের আগের দিন রোজার সময়সূচি অনুযায়ী এবং পরের দিন আগের সময়সূচি অনুযায়ী মেট্রোরেল চলাচল করবে।