সকাল ১০টা-১টা পর্যন্ত মুগদা, মান্ডা, মানিকনগর (ধলপুর), বাসাবো, শাহজাহানপুর ও গোপীবাগে সব শ্রেণির গ্রাহকের গ্যাস সংযোগ বন্ধ থাকবে।
Published : 08 Jun 2024, 07:29 PM
জরুরিভিত্তিতে পাইপ লাইন স্থানান্তর করার কাজের জন্য রোববার বাসাবো, মুগদা, মান্ডা হয়ে ধলপুর পর্যন্ত এলাকায় গ্যাস সংযোগ ৩ ঘণ্টার জন্য বন্ধ রাখা হবে।
শনিবার তিতাসের এক বার্তায় এ তথ্য জানান হয়েছে।
এতে বলা হয়েছে, সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৩ ঘণ্টা মুগদা, মান্ডা, মানিকনগর (ধলপুর), বাসাবো, শাহজাহানপুর এবং গোপীবাগ এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
ওই সময়ে আশেপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে।
সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস।