২৮ সোনার বারসহ বিমানবন্দরে আটক, ৫ বছর পর যাবজ্জীবন

আসামি হাই কোর্ট থেকে জামিন নিয়ে পলাতক।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 March 2023, 12:10 PM
Updated : 2 March 2023, 12:10 PM

সোনার বার উদ্ধারের মামলায় মুন্সীগঞ্জের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত।

বৃহস্পতিবার ঢাকার পঞ্চম অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক ফাতেমা ফেরদৌস এ রায় দেন বলে পিপি মোহাম্মদ আলমগীর জানান।

দণ্ডিত মুনকির মিয়া মুন্সীগঞ্জের গজারিয়ার বাসিন্দা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে পিপি বলেন, সাজাপ্রাপ্ত আসামি মুনকির গ্রেপ্তারের পর হাই কোর্ট থেকে জামিন নিয়ে পলাতক। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

ঢাকার বিমানবন্দর থানার এ মামলার বরাতে পিপি জানান, ২০১৮ সালের ৫ ডিসেম্বর সিঙ্গাপুর থেকে আসার সময় ২৮টি অবৈধ সোনার বারসহ মুনকিরকে আটক করে কর্তৃপক্ষ। পরে তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়। পরের বছরের ৩১ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

ছয় জনের সাক্ষ্যগ্রহণের পর দেওয়া এই রায়ে আসামিকে ২০ হাজার টাকা অর্থদণ্ডও করেছে আদালত।