বললেন সোনার বার, ব্যাগ খুলে মিলল সোনার গুঁড়ো আর অলঙ্কার

গুঁড়োগুলো গলিয়ে দণ্ডাকৃতি দেওয়ার পর তা ২৪ ক্যারটের সোনা বলে নিশ্চিত হওয়া যায়।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 March 2024, 01:46 PM
Updated : 17 March 2024, 01:46 PM

চট্টগ্রামের শাহ আমানত বিমান বন্দরে সোনার বার বলে শুল্ক পরিশোধ করতে চাওয়া এক যাত্রীর ব্যাগ তল্লাশী করে গুঁড়ো সোনা আর অলঙ্কার পাওয়া গেছে। 

রোববার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সহযোগিতায় শারজাহ থেকে আসা ওই যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. নেজাম উদ্দিন। 

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বাসিন্দা নেজাম সকালে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে (জি ৯-৫২৬) শারজাহ থেকে দেশে আসেন। 

বিমান বন্দর কাস্টমসের সহকারী কমিশনার মহিউদ্দিন পাটোয়ারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নেজাম সকালে বিমান বন্দরে নেমে একটি সোনার বারের ঘোষণা দিয়ে শুল্ক পরিশোধ করতে চেয়েছিলেন।

“এসময় তার সাথে থাকা ব্যাগ স্ক্যানিং করে পাউডার সদৃশ কিছু দ্রব্যের উপস্থিতি দেখা যায়। সেগুলো সোনা কিনা তা যাচাই করতে স্বর্ণকার ডাকা হয়। স্বর্ণকার জানান, সেগুলো গলিয়ে আকৃতি দেওয়া না গেলে বোঝা যাবে না।” 

সহকারী কমিশনার মহিউদ্দিন বলেন, “ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে সেগুলো গলিয়ে দণ্ডাকৃতি করার পর ২৪ ক্যারেটের সোনা বলে নিশ্চিত হওয়া যায়। যার ওজন হয় ২০৮ গ্রাম। 

“এসময় তার সাথে থাকা ২২ ক্যারেটের আরও দুইটি চুরি ও চারটি লকেট এবং একটি সোনার বার জব্দ করা হয়। এগুলোসহ জব্দ করা মোট সোনার ওজন ৪২১ গ্রাম।”  

এ ঘটনায় কাস্টমস কর্তৃপক্ষ বাদী হয়ে পতেঙ্গা থানায় একটি মামলা করেছে।