যশোরে তিন কোটি টাকার সোনার বার জব্দ, আটক ২

ঢাকা থেকে প্রাইভেট কারে করে সোনার বারগুলো বেনাপোলে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানায় পুলিশ।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 March 2024, 02:33 PM
Updated : 18 March 2024, 02:33 PM

যশোর সদর উপজেলায় একটি প্রাইভেট কার তল্লাশি করে ৩২টি সোনার বার জব্দ করা হয়েছে; যার বাজার মূল্য প্রায় তিন কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

সোমবার বিকাল ৩টার দিকে শহরের খাজুরা বাস স্ট্যান্ড এলাকায় বেনাপোলগামী প্রাইভেটকার থেকে এসব জব্দ করা হয় বলে জানান যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন।

আটকরা হলেন- শার্শা উপজেলার পুটখালী গ্রামের ইমানুরের ছেলে শহিদুল্লাহ ও শ্যামলাগাছি গ্রামের আলাউদ্দিন হোসেনের ছেলে সুমন হোসেন।

অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন জানান, গোপন খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল খাজুরা বাস স্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী একটি প্রাইভেট কার থামিয়ে দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হয়।

এক পর্যায়ে তাদের স্বীকারোক্তি অনুযায়ী গাড়ির বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা সোনার বারগুলো উদ্ধার করা হয় বলে জানান তিনি।

বিভিন্ন আকৃতির ৩২টি সোনার বারের ওজন তিন কেজি ৩৫৬ গ্রাম; যার আনুমানিক বাজার মূল্য তিন কোটি টাকা বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।