চুয়াডাঙ্গায় ১০টি সোনার বার জব্দ, ‘কারবারি’ গ্রেপ্তার

বিজিবি জানায়, জব্দ হওয়া এক কেজি ১৬৬ গ্রাম সোনার বাজার মূল্য এক কোটি ১৫ লাখ টাকা।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 March 2024, 01:54 PM
Updated : 8 March 2024, 01:54 PM

চুয়াডাঙ্গা সীমান্তে অভিযান চালিয়ে ১০টি সোনার বারসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে; যাকে কারবারি বলছে বিজিবি।

শুক্রবার বিকেল ৪টার দিকে দর্শনা থানাধীন নাস্তিপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফট্যানেন্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান, পিএসসি।

গ্রেপ্তার আল মামুন মণ্ডল (২৮) দর্শনা থানাধীন ঝাঝাডাঙ্গা গ্রামের বাসিন্দা।

কর্নেল সাঈদ বলেন, গোপন খবর পেয়ে সুলতানপুর বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা ভারত সীমান্তের ৭৮/৮ পিলারের কাছে বাংলাদেশের ২০০ গজ অভ্যন্তরে ওত পেতে ছিলেন। 

“এরপর সন্দেহজনক এক ব্যক্তিকে সীমান্তের দিকে যেতে দেখেন বিজিবি সদস্যরা। এ সময় তাকে আটক করে বিজিবি।”

বিজিবির এই কর্মকর্তা বলেন, এ সময় মামুনের শরীর তল্লাশি করে কোমরের কাছ থেকে বিশেষ পদ্ধতিতে স্কচ টেপ দিয়ে জড়ানো ১০টি সোনার বার জব্দ করেন। যার ওজন এক কেজি ১৬৬ গ্রাম এবং বাজার মূল্য এক কোটি ১৫ লাখ টাকা।

সংশ্লিষ্ট আইনে মামলা করে মামুনকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে। এবং সোনার বারগুলো যশোর ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে বলে জানান তিনি।