সাবের হোসেন চৌধুরীর সঙ্গে বৈঠকে পিটার হাস

“জলবায়ু পরিবর্তন এবং যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন তারা।”

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Nov 2023, 06:30 PM
Updated : 6 Nov 2023, 06:30 PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবেশ ও জলবায়ুবিষয়ক বিশেষ দূত সাবের হোসেন চৌধুরীর সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। 

সোমবার বিকলে সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীর পরীবাগের বাসায় তাদের এই বৈঠক হয়।

বৈঠকে আলোচনার বিষয়ে এক প্রশ্নে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র স্টিফেন ইবেলি বলেন, “জলবায়ু পরিবর্তন এবং যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন তারা।”