১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১
“সরকারপতনের পর আওয়ামী লীগের যে মন্ত্রী-এমপিদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের মধ্যে সাবের হোসেনই জামিন পেলেন। আর এমন দ্রুততায় মুক্তি দেওয়ার ঘটনাও বিরল।”
“আমরা জামিনের মুচলেকা সংশ্লিষ্ট শাখায় জমা দিয়েছি। তারা সেটি আদালতের হাজতখানায় জমা দিলে কিছুক্ষণের মধ্যে তিনি মুক্ত হবেন,” বলেন আইনজীবী শাহীন।
ঢাকা-৯ আসনের সাবেক এ সাংসদকে নিয়ে দিনভরই সরগরম দেখা যায় আদালতপাড়া।
বিএনপির মহাসমাবেশে হামলায় দলটির কর্মী মকবুল নিহতের ঘটনায় পল্টন থানার মামলায় গ্রেপ্তারের পর সোমবার আদালতে তোলা হয় সাবেক বন ও পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে। পরে আদালত তাকে পাঁচ দিনের রিমান্ডে পাঠায়।
সাবের হেসেনকে আদালতে হাজির করার সময় বিক্ষোভ করে একদল লোক, তার দিকে ডিমও ছোড়া হয়।
বিশৃঙ্খলা না করার প্রতিশ্রুতি দিলে বিক্ষোভকারীদের বিচারক প্রবেশের ফটকের সিঁড়িতে বসার অনুমতি দেওয়া হয়।
সাবেক মন্ত্রী ও ঢাকার এই সংসদ সদস্যের বিরুদ্ধে গত সেপ্টেম্বরে এক ছাত্রদল নেতাকে বন্দুকযুদ্ধের নামে হত্যার অভিযোগে মামলা হয়েছে।
মামলায় যে ৬২ জনকে আসামি করা হয়েছে, তাদের মধ্যে ১৩ জনই পুলিশ কর্মকর্তা।