উজান থেকে নেমে আসা ঢল ও ভারি বৃষ্টির কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ১১ জেলার ৪৪ লাখ ৯৭ হাজার ৫৩৫ জন।
Published : 23 Aug 2024, 06:44 PM
দেশের পূর্বাঞ্চলের বন্যা উপদ্রুত বিস্তৃর্ণ অঞ্চলের মানুষের জন্য সর্বস্তরের মানুষের কাছ থেকে সহায়তা গ্রহণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলের ব্যাংক হিসাব খোলা হয়েছে।
শুক্রবার এ-সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
এতে বলা হয়েছে, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য-সহায়তা দেওয়ার জন্য অনেকেই আগ্রহ প্রকাশ করছেন। বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর এই মহতী আগ্রহকে সরকার স্বাগত জানায়।
আগ্রহী ব্যক্তিরা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলের নির্দিষ্ট ব্যাংক হিসাবে সহায়তার অর্থ পাঠাতে পারবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী অর্থ সহায়তা পাঠানোর ঠিকানা এরূপ: হিসাবের নাম- প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল, সোনালী ব্যাংক করপোরেট শাখা, প্রধান উপদেষ্টার কার্যালয়, হিসাব নম্বর- ০১০৭৩৩৩০০৪০৯৩।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই তহবিলের অর্থ ত্রাণ ও কল্যাণের কাজে ব্যয় করা হয়। প্রেরিত অর্থ সরকার কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করে এর যথাযথ হিসাব সংরক্ষণ করবে।
দুর্যোগ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, উজান থেকে নেমে আসা ঢল ও ভারি বৃষ্টির কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ১১ জেলার ৪৪ লাখ ৯৭ হাজার ৫৩৫ জন। পানিবন্দি হয়ে পড়েছে ৮ লাখ ৮৭ হাজার ৬২৯ পরিবার।
দুই নারীসহ ১৩ জনের মৃত্যুর খবর দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
মঙ্গলবার থেকে শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত সাত জেলায় এসব মৃত্যু ঘটে।
এর মধ্যে কুমিল্লায় ৪ জন, ফেনীতে ১ জন, চট্টগ্রামে ২ জন, নোয়াখালীতে ১ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ১ জন, লক্ষ্মীপুরে ১ জন ও কক্সবাজারে ৩ জন রয়েছেন।
বন্যার্তদের সহায়তায় সরকারের পাশাপাশি সারা দেশের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উদ্যোগ কাজ করছে। ত্রাণ তৎপরতা ও উদ্ধারকাজে সহযোগিতা দিচ্ছে তারা।