৫ কারাগারে বসছে মোবাইল জ্যামার

কারা অধিদপ্তরের প্রস্তাবে মন্ত্রিসভা কমিটির সভায় যন্ত্রটি কেনার বিষয়ে নীতিগত অনুমোদন দেওয়া হয়।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 April 2023, 10:29 AM
Updated : 12 April 2023, 10:29 AM

ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরের পাঁচটি কারাগারে মোবাইল ফোন জ্যামার বসানো হচ্ছে।

বুধবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ বিষয়ে কারা অধিদপ্তরের একটি প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে।

জ্যামার এক ধরনের তরঙ্গ প্রযুক্তি; যা নির্দিষ্ট এলাকার মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে রাখে। এটি সচল থাকলে এর আওতাধীন এলাকায় মোবাইলে ফোনের তরঙ্গ বিঘ্নিত হয়, ফলে কল করা বা কথা বলতে সমস্যা হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সভা পরবর্তী সংবাদ সম্মেলনে বলেন, সুরক্ষা সেবা বিভাগের অধীন কারা অধিদপ্তর জ্যামার কেনার ওই প্রস্তাব সভায় তুলেছিল।

সে অনুযায়ী পাঁচটি কারাগারের (ঢাকা, কাশিমপুর, কাশিমপুর-২, কাশিমপুর হাইসিকিউরিটি ও নারায়ণগঞ্জ) জন্য ১৩০টি কমপ্রিহেনসিভ মোবাইল ফোন জ্যামার সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।