অবৈধ অভিবাসন ও মানবপাচার মোকাবেলায় একটি সামগ্রিক ও সমন্বিত আঞ্চলিক পদ্ধতির প্রয়োজন বলে মনে করে উপদেষ্টা।
Published : 24 Mar 2025, 07:43 PM
অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের এসওপি সই হওয়ায় প্রযুক্তিগত দক্ষতা, গোয়েন্দা তথ্য বিনিময় এবং মানব পাচার ও অবৈধ অভিবাসন প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে বলে মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দুই দেশের সরকারের মধ্যে ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর ফর দ্য রিটার্ন অব বাংলাদেশি সিটিজেন টু বাংলাদেশ’ (এসওপি) স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বাংলাদেশের পক্ষে এসওপিতে স্বাক্ষর করেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম ও অস্ট্রেলিয়ার পক্ষে স্বাক্ষর করেন সে দেশের জয়েন্ট এজেন্সি টাস্কফোর্স এর ডেপুটি কমান্ডার মার্ক হোয়াইটচার্চ।
এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ছাড়াও বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুসান রাইলএবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এই এসওপি স্বাক্ষর মানবপাচার ও অবৈধ অভিবাসন প্রতিরোধে মাইলফলক হয়ে থাকবে।”
অবৈধ অভিবাসন এবং মানবপাচার গুরুতর বৈশ্বিক চ্যালেঞ্জ তৈরি করে জানিয়ে উপদেষ্টা বলেন, “এটি কেবল অসংখ্য জীবনকেই বিপন্ন করে না বরং দক্ষতাভিত্তিক এবং বৈধ অভিবাসনের পথে এটি হুমকিস্বরূপ। বাংলাদেশ সরকার জাতীয় ও আন্তর্জাতিক আইন-নীতিমালা মেনে একটি নিরাপদ এবং নিয়ন্ত্রিত অভিবাসন ব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর।”
অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের সহযোগিতার ক্ষেত্র অত্যন্ত বিস্তৃত উল্লেখ করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “আমাদের পারস্পরিক বাণিজ্য, উন্নয়ন এবং প্রযুক্তিগত অংশীদারত্ব রয়েছে। বাংলাদেশের রয়েছে বৈচিত্র্যময় কর্মীবাহিনী, শ্রমিক, যার মধ্যে আছে অত্যন্ত দক্ষ পেশাদার থেকে শুরু করে আধা-দক্ষ এবং অদক্ষ শ্রমিক, যারা অস্ট্রেলিয়ার শ্রম বাজারের চাহিদা পূরণে উল্লেখযোগ্য অবদান রাখতে পারে।”
অবৈধ অভিবাসন ও মানবপাচার মোকাবেলায় একটি সামগ্রিক ও সমন্বিত আঞ্চলিক পদ্ধতির প্রয়োজন বলে মনে করে উপদেষ্টা।
অস্ট্রেলিয়া ভিসা কার্যক্রম শুরু ঈদের পরে
বাংলাদেশিদের অস্ট্রেলিয়ার ভিসা আসত নয়াদিল্লি হয়ে। এখন বাংলাদেশ থেকেই ভিসা পাওয়া যাবে বলে জানান স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণি।
এসওপি স্বাক্ষর অনুষ্ঠান শেষে তিনি বলেন, “এর আগে ঢাকার বাইরে মানে নয়াদিল্লি থেকে হতো। এবার আমাদের দেশেই হবে। ঈদের পর থেকে শুরু হবে আশা করি।”
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে দাবি করে সচিব বলেন, রাজধানীতে পুলিশের চলমান তৎপরতা ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিয়ে তদারকি করা হচ্ছে, মনিটরিং করা হচ্ছে।